স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সদস্য সংগঠন আ ব র নি আবৃত্তি চর্চা কেন্দ্রের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবসহ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন ও বিশেষ প্রার্থনার আয়োজন করেন সংগঠনের নির্বাহী পরিচালক সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক হাবিবুর রহমান পারভেজ।
১৫ আগস্ট সন্ধ্যায় শ্রদ্ধা জ্ঞাপন ও বিশেষ প্রার্থনা অংশগ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষাঙ্গনের পুরোধা ব্যক্তিত্ব আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ এর সম্মানিত অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, সাহিত্য একাডেমীর সাধারণ সম্পাদক জনাব নুরুল আমিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগর সাবেক সহ সভাপতি জয়নাল আবেদীন। ব্রাহ্মনবাড়িয়া অনলাইন টিভির স্টাফ রিপোর্টার নাফিস জাবেদ নিলয়।
সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ হেলাল আহমেদ, মোহাম্মদ বিল্লাল হোসেন, সাইফুল আজিজ সোহেল, মোঃ সোহেল মিয়া, ওমর আহমেদ ও ইশতিয়াক হাসান আলিফ।
মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আশিকুর রহমান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply