শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরের নামকরণ নিয়ে ফেইসবুক স্ট্যাটাসে বিভিন্ন অপপ্রচারের প্রেক্ষিতে শিল্পকলা একাডেমির সহ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার এক বিবৃতিতে বলেছেন, জেলা শিল্পকলা একাডেমীর মালিকানাধীন মাঠে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরের নামকরণ পরিবর্তন করা হয়নি। অনেকে সঠিক তথ্য না জেনে ফেসবুক স্ট্যাটাসে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে শিল্পকলা একাডেমির পক্ষ থেকে সুষ্পষ্ট সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে মাঠের নামকরণ শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর অক্ষুন্ন রয়েছে। (প্রেস বিজ্ঞপ্তি)।
Leave a Reply