স্টাফ রিপোর্টার, সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ আলী মুন্সী-(৪৫) নামে এক ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪টি মিডিয়ার পরিচয়পত্র উদ্ধার করা হয়।
শনিবার (১৩ জুলাই) সকালে সদর উপজেলার খাঁটিহাতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী খাঁটিহাতা এলাকার আলী হোসেনের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় তাকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী পেশায় একজন সিএনজি অটোরিকসা চালক।
ইনাম/ সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply