ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের বনিকপাড়া গ্রামে পানিতে ডুবে ওয়াহিদ (০২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের বনিকপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ওয়াহিদ বনিকপাড়া গ্রামের খোকন মিয়ার ছেলে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে ওয়াহিদ বাড়ির পাশেই খেলা করছিল। প্রায় আধাঘন্টা ধরে ওয়াহিদ কে তার মা খুঁজে পাচ্ছিল না। পরে অনেক খোঁজাখুজি করে বাড়ির পাশে পুকুরে ওয়াহিদের দেহ ভেসে উঠতে দেখে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যায়, সেখানে কর্তব্যরত চিকিৎসক ওয়াহিদ কে মৃত ঘোষণা করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply