স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর বাজারে সকল ধরনের ব্যাংকিং সেবা নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ আগস্ট) দুপুরে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর বাজারে এ এজেন্ট শাখার শুভ উদ্বোধন করা হয়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কুমিল্লা জোনপ্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহবুব -এ-আলম প্রধান অতিথি হিসেবে এ এজেন্ট শাখার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, মাছিহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিনুল হক পাভেল।
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন তমিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু অহিদ, স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী পরিচালক এস,এম,শাহীন, র্যাপ এর নির্বাহী পরিচালক মোঃ আশিকুর রহমান ভুইয়া, বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ চৌধুরী রনু , মাছিহাতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোলাইমান ভুইয়া।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া শাখা প্রধান আব্দুর রফিক মিয়ার সভাপতিত্বে ও ইসলামি ব্যাংক চান্দপুর এজেন্ট শাখার অফিসার মোঃ আসিফের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চান্দপুর বাজার এজেন্ট এর স্বত্বাধিকারী মোঃ তাহের উদ্দিন ভুইয়া।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply