স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
এই মাত্র কিশোরগঞ্জ থেকে ডুবুরিরা ঘটনাস্থলে আসছেন বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভুইয়া।
এদিকে উদ্ধার কার্যক্রম দীর্ঘ হওয়ায় ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে নিহত ও নিখোঁজদের স্বজনসহ স্থানীয়দের মধ্যে। পৌঁছেছেন।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বালুবাহী ট্রলারের সাথে যাত্রীবাহী নৌকার সংঘর্ষে এ পর্যন্ত ১৭টি মরদেহ উদ্ধার। উদ্ধার হওয়ায় মরদেহগুলো রুবিনা বেগম (৪০), মোসাঃ ফরিদা বেগম (৪০) স্বামী জজ মিয়া, ফরিদার মা রৌশনার (৬০), অঞ্জনা (৪২) স্বামী পরিমল বিশ্বাস, অজ্ঞাত এক শিশু, মুমেনা (৪৮), সাং পৌর শহরের পৈরতলা, মনজু বেগম (৪০)। বাকীদের নাম পরিচয় জানা যায়নি।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করতে রাত ৮ টায় ঘটনাস্থলে আসেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসন।
জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন ১৭ জনের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply