স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
চাচা চাচির সাথে বেড়াতে এসে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের লইস্কা বিল সংলগ্ন নদীতে বালুবাহী ট্রলারের সাথে যাত্রীবাহী নৌকার সংঘর্ষের ঘটনায় নিখোঁজ শিশু নাসরা মনির (০৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নাসরা মনি জেলা শহরের উত্তর পৈরতলার প্রবাসী হারিজ মিয়ার মেয়ে। এ ঘটনায় নাসরার চাচি কাজল বেগমও মারা যান। গতকাল শুক্রবার তার মরদেহ উদ্ধার করা হয়।
আজ শনিবার (২৮ আগস্ট) সকাল পৌনে ১০ টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল পানির নিচ থেকে শিশু নাসরা মনির মরদেহ উদ্ধার করেন।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভুইয়া শিশু নাসরার মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য, গতকাল শুক্রবার বিকেলে জেলার বিজয়নগর উপজেলার শেখ হাসিনা সড়কের পাশের লইছকা বিল সংলগ্ন নদীতে নৌ-দূর্ঘটনাটি ঘটে। এতে ২০ জন আহত হন। আজ শনিবার সকাল পৌনে ৯ টা পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করেন। এখন পর্যন্ত নাসরা মনি নামে এক নিখোঁজ শিশুর স্বজনরা অপেক্ষায় আছেন ঘটনাস্থলে। তবে আরো কতোজন নিখোঁজ রয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া৷ যায়নি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply