স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পত্তন ইউনিয়নের লইসকা বিলে যাত্রীবোঝাই ট্রলারের সঙ্গে বালুবোঝাই ট্রলারের সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন এবং হতাহতদের খোঁজ-খবর নিয়েছেন বিজয়নগর উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।
উপজেলার পত্তন ইউনিয়নের বড়পুকুর পাড় গ্রামের নিহত রুবিনা বেগমের পরিবারের পাশে উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।
তিনি ঘটনার দিন শুক্রবার রাতে খবর পেয়েই ছুটে আসেন ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে। এ সময় তিনি নৌ-দুর্ঘটনায় হতাহতদের দেখতে আসেন এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন।
নৌ-দূর্ঘটনার ঘটনাস্থলে নাছিমা মুকাই আলী।
এছাড়া তিনি গতকাল শনিবার ও আজ রোববার দিনব্যাপী উদ্ধার অভিযান পরিদর্শন এবং বিজয়নগর উপজেলার নিহত ও আহতদের বাড়িতে গিয়ে তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং লুৎফর রহমান ফাউন্ডেশন থেকে নিহতদের মধ্যে ৯টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় তিনি বলেন, এই ঘটনাটি হৃদয়বিদারক ও দুঃখজনক। এখানে যারা ইন্তেকাল করেছে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছে তারা দ্রুতই সুস্থ হয়ে ফিরে আসবে এই কামনা করছি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে বলেন, এখানে নৌ-যান চলাচলের ক্ষেত্রে যথাযথ আইন মানা হচ্ছে না। এই ক্ষেত্রে জেলা প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply