ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার লইসকাবিলে সংঘটিত নৌ-দূঘটনায় হতাহতের ঘটনায় শোকাহতদেও সমবেদনা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও । তিনি নিহতদের রুহের মাগফেরাত কামনা কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। এক বার্তায় তিনি উল্লেখ করেন এ ঘটনাটি স্মরণ কালের একটি বেদনা বিধুর ঘটনা। একই পরিবারের ৪ জন পর্যন্ত নিহত হয়েছে , যা হয়েছে তাতে স্বজনহারাদের সান্ত্বনা দেয়ার ভাষা আমার জানা নেই। তিনি উল্লেখ করেন এমনই কস্টেও ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় তাতে সকলের সচেতনতা দরকার। তিনি নৌ যান চলাচলে সংশ্লিস্ট মহলের সুষ্ঠু ব্যবস্থপনার দাবী জানান। (প্রেস বিজ্ঞপ্তি)।
Leave a Reply