সরাইল প্রতিনিধি, সময়নিউজবিডি
“বেশী করে মাছ চাষ করি, বেকারত্ব দুর করি”-এই শ্লােগানকে সামনে রেখে সরাইল মৎস্য সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে উপজেলা মৎস্য অফিসে ২৫জন সুবিধাভােগী মৎস্য চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সুবিধাভােগী মৎস্য চাষীদের প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা মৎস্য কর্মকর্তা মায়মুনা জাহান উপস্থাপনা করে বলেন, আগামী ৩ সেপ্টেম্বর পর্যায়ে সাত দিনব্যাপী মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষিদের প্রশিক্ষণে, মাছ চাষীদের মাটি ও পানি পরীক্ষা করা, সুবিধাভােগীদের সাথে মতবিনিময় করা হয়েছে। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা প্রেস ক্লাব সভাপতি মোঃ শফিকুর রহমান, উপজেলা মৎস্য অফিসের হিসাব রক্ষক মো: জসিম উদ্দিন প্রমুখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply