স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় আগামীকাল রবিবার (১২ সেপ্টেম্বর) থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলে দিচ্ছেন সরকার। এদিন সকাল থেকে শিক্ষার্থীদের ক্লাস রুমে পাঠদান শুরু করবেন স্বস্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ। তবে সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-কার্যক্রম বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়।
শনিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান তাদের শেষ সময়ের প্রস্তুতি সম্পন্ন করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ে সরজমিন ঘুরে দেখা যায়, স্বস্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ক্লাসরুম পরিস্কার পরিচ্ছন্ন সহ বিদ্যালয় প্রাঙ্গণে স্বাস্থ্য বিধি মেনে চলতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রস্তুত রাখা হয়েছে।
নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রাঙ্গণে মসক নিধন চলছে।
এ বিষয়ে নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল হাসেম মিন্টু এ প্রতিবেদককে জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আমরা স্কুলের ক্লাসরুম ও বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন সহ সকল রকম প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রবিবার থেকে আমরা পাঠদান শুরু করবো।
যেসব নির্দেশনা মেনে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হবে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৪১ টি কলেজ, ৩ টি কারিগরী কলেজ, ৮৯৭ টি প্রাথমিক বিদ্যালয়, ১৮২ টি মাধ্যমিক বিদ্যালয়, ১ টি ল’কলেজ, ১ টি নার্সিং ইনস্টিটিউট, ১ টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুল, ১ টি পলিটেকনিক ইনস্টিটিউট ও ১ টি পিটিআই রয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply