স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনের ধাক্কায় পিতা পুত্রসহ তিনজনের মৃত্যুর ঘটনায় সিএনজি চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গতকাল রবিবার (১২ সেপ্টেম্বর) রাতে আখাউড়া রেলওয়ে থানায় রেলওয়ে টিম্যান দ্বীন মোহাম্মদ বাদী হয়ে সিএনজি চালক শিরু মিয়ার (৫৫) নামে এ মামলা দায়ের করেন। শিরু মিয়া সদর উপজেলার নাটাই গ্রামের মৃত ওয়াহাব মিয়ার ছেলে।
আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চালকের বিরুদ্ধে টিম্যান বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে। চালক শিরু মিয়া দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, গতকাল রবিবার ভোরে ঢাকা-চট্রগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তালশহর রেলক্রসিং অতিক্রম করতে গিয়ে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মেইল ট্রেনের ধাক্কায় এক যাত্রীবাহী সিএনজি আরোহী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর গ্রামের সাদেক মিয়া, তার দুই ছেলে রুবেল ও পাবেলসহ তিন যাত্রী মারা যান। এঘটনায় সিএনজি চালক গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply