স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মর্মান্তিক নৌ-দূর্ঘটনায় নিহত মেডিকেল শিক্ষার্থী আরিফ বিল্লাহ মামুনের ভর্তি ফি ফেরত দিয়েছেন গ্রীন লাইফ মেডিকেল কলেজ।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানী ঢাকার গ্রীন রোডের গ্রীন লাইফ মেডিকেল কলেজ এর অধ্যক্ষের কার্যালয়ে এ চেক প্রদান করেন কর্তৃপক্ষ।
আরিফ বিল্লাহ মামুনের পরিবারের ঘনিষ্ঠজন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী লায়ন মোঃ মহিউদ্দিন খোকনের সার্বিক সহযোগীতায় গ্রীন লাইফ মেডিকেল কলেজ থেকে এ ভর্তি ফি’র টাকা ফেরত পান বলে জানিয়েছেন নিহত আরিফ বিল্লাহ মামুনের বাবা জহিরুল হক ভুইয়া। তিনি জানান, চিকিৎসক বানানোর স্বপ্ন নিয়ে ছেলেকে মেডিকেলে ভর্তি করিয়েছিলাম। কিন্তু এই নৌ-দূর্ঘটনা আমার ও পরিবারের সব স্বপ্ন বিচুর্ণ হয়ে যায়।
ভর্তি ফি বাবদ ১৮ লাখ টাকার চেকটি আরিফ বিল্লাহ মামুনের বাবা জহিরুল হক ভুইয়ার হাতে তুলে দেন গ্রীন লাইফ মেডিকেল কলেজের অধ্যক্ষ এ বি এম বায়েজিদ হোসাইন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গ্রীন লাইফ মেডিকেল কলেজ পরিচালনা পর্ষদের সাধারন সম্পাদক আফতাব উদ্দিন কুতুবী, বিশিষ্ট ব্যবসায়ী লায়ন মোঃ মহিউদ্দিন খোকন।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট ২০২১ ইং তারিখ বিকেল পৌনে ৬ টায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের শেখ হাসিনা সড়কের লইছকা বিল সংলগ্ন নদীতে বালুবাহী ট্রলারের সাথে যাত্রীবাহী নৌকার সংঘর্ষ বাঁধে। এসময় যাত্রীবাহী নৌকাটি নদীর পানিতে তলিয়ে যায়। এতে ২৩ জন নিহত হন ও আহত হন আরো অর্ধশত। নিহত ২৩ জনের মধ্যে মেডিকেল শিক্ষার্থী আরিফ বিল্লাহ মামুন মারা যান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply