সংবাদ শিরোনাম
বিজয়নগরে “মানব কল্যাণ ফাউন্ডেশন”নামে একটি মানবিক সংগঠনের আত্মপ্রকাশ ব্রাহ্মণবাড়িয়ায় পরিবেশবান্ধব কম্পোস্ট প্ল্যান্ট ও প্লাস্টিক বর্জ হতে তরল জ্বালানি উৎপাদন এর শুভ উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়ায় বসলো সাবেক ফুটবলারদের মিলন মেলা ভারতের ত্রিপুরা রাজ্যে ভারত -বাংলাদেশ মৈত্রী সম্মাননা পেলেন আবৃত্তি শিল্পী সোহেল আহাদ ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের জেরে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত কমলগঞ্জে দু’দিনব্যাপী বসন্ত মেলা সমাপ্ত কমলগঞ্জে তেলের ট্যাঙ্কারবাহী ট্রেনের সাথে মাইক্রোবাসের সংঘর্ষ।। নারীসহ আহত ২ কমলগঞ্জের লাউয়াছড়ায় আগুন।। পুড়ে গেছে এক একর বন ব্রাহ্মণবাড়িয়ায় আল খলিল হসপিটালের চিকিৎসকের ভুল চিকিৎসায় কলেজ ছাত্রের মৃত্যু অভিযোগ।। আটক-৩ কসবায় ট্রাক্টর খাদে পড়ে দুইজন নিহত

সরাইলে সৈয়দ সিরাজুল ইসলামের মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

সরাইলে সৈয়দ সিরাজুল ইসলামের মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সংবিধান প্রনেতাদের অন্যতম সদস্য অ্যাডভোকেট সৈয়দ সিরাজুল ইসলামের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে সৈয়দ সিরাজুল ইসলাম স্মৃতি পরিষদের উদ্যোগে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইসমত আলীর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ জাকিরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট মুহাম্মদ নাজমুল হোসেন, যুগ্ন আহবায়ক এড: আব্দুর রাশেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আনোয়ার হেসেন, আওয়ামীলীগ নেতা মাহফুজ আলী প্রমুখ।
বক্তারা সৈয়দ সিরাজুল ইসলামের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনী নিয়ে আলোচনা করে বলেন, তিনি সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয় হতে ১৯৫৪ সনে এসএসসি, ব্রাহ্মণবাড়িয়া কলেজ হতে ১৯৫৪ সনে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এল.এল.বি ডিগ্রী লাভ করে ১৯৬৪ সনে ব্রাহ্মণবাড়িয়া বারে আইন পেশায় যোগদান করেন। পরবর্তীকালে হাইকোর্টের সনদ প্রাপ্ত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবস্থায় ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত থেকে সেই সময়ের বিভিন্ন আন্দোলনে সক্রিয় অংশ গ্রহন করেন।
পেশাগত জীবনের শুরুতেই আওয়ামীলীগে যোগদান করে সক্রিয়ভাবে রাজনীতিতে ব্রাহ্মণবাড়িয়াতে নেতৃস্থানীয় ভূমিকা পালন করেন। ১৯৭০ ঐতিহাসিক সাধারণ নির্বাচনে তৎকালীন কুমিল্লা-২ (বর্তমানে ব্রাহ্মনবাড়িয়া-২) অঞ্চলের পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য (এম-পিএ) নির্বাচিত হন। তিনি সরাইল থানা আওয়ামীলীগের দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। প্রাদেশিক পরিষদের সদস্য হিসাবে ১৯৭১ সালের ১৭ এপ্রিল গণপরিষদ সদস্য হিসাবে পূর্বাঞ্চলীয় “লিবারেশন কাউন্সিলের” অন্যতম সদস্য নিযুক্ত হন। মহান মুক্তিযুদ্ধে একজন বলিষ্ঠ সংগঠক হিসাবে মুক্তিযুদ্ধকে সংগঠিত করতে আত্মনিয়োগ করেন। তাছাড়া তিনি মহান মুক্তিযুদ্ধে প্রবাসী মুজিবনগর সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। স্বাধীনতা লাভের পর তিনি সরাইল থানা প্রশাসক হিসাবে বাংলাদেশ সরকারের অর্পিত দায়িত্ব পালন করেন।
সৈয়দ সিরাজুল ইসলাম ১৯৭২-এ গণপরিষদের সদস্য হিসাবে বাংলাদেশের সংবিধান প্রণয়নে ঐতিহাসিক দায়িত্ব পালন করেন। ১৯৯৬ ইং হতে ২০০৪ ইং পর্যন্ত অত্যন্ত যোগ্যতা এবং সফলতার সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। আজীবন আওয়ামীলীগের সংগ্রামীকর্মী এবং বঙ্গবন্ধুর একনিষ্ঠ অনুসারি অ্যাডভোকেট সৈয়দ সিরাজুল ইসলাম ২০০৫ সালের ২৯ সেপ্টেম্বর মৃত্যু বরণ করেছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




আজকের দিন-তারিখ

  • বুধবার (সকাল ৬:৪৮)
  • ২৯শে শাবান, ১৪৪৪ হিজরি
  • ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল)
© All rights reserved © 2017 Somoynewsbd24.Com
Translate »