কমলগঞ্জ, (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে কমলগঞ্জ পৌরসভার পক্ষথেকে পৌর এলাকার ২০০ জন দুস্থ হত দরিদ্র প্রতিবন্ধীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (০৬ অক্টোবর) দুপুরে কমলগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপহার সামগ্রী হিসেবে প্রতিবন্ধীদের প্রত্যেককে ৫ কেজি চাল, ৩কেজি আটা, ১কেজি ডাল ও ১ লিটার করে তেল প্রদান করেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। কমলগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: জুয়েল আহমেদের সভাপতিত্বে ও উপজেলা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা, কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর ছাদ আলী, বখতিয়ার খাঁন,আনসার শোকরানা মান্না,সৈয়দ জামাল হোসেন,মহিলা কাউন্সিলর শিউরী আক্তার প্রমূখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply