কমলগঞ্জ, (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে সুবিধাবঞ্চিতদের মধ্যে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে দুবাই প্রবাসী, বিশিষ্ট বয়বসায়ী ও সমাজসেবক মো. জহির উদ্দিন এর অর্থায়নে বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর সার্বজনীন পুজা মন্ডপের উপদেষ্টা প্রমোদ রঞ্জন দেবনাথ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পিন্টু দেবনাথ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম।
গেষ্ট অব অনার ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি অধ্যক্ষ নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক আব্দুর রহমান গাজী, ইউপি সদস্য একলাছ মিয়া, সায়েক আহমদ ও পুজা মন্ডপ কমিটির সভাপতি সুদর্শন দেবনাথ। স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ। অনুষ্ঠানে অর্ধ শতাধিক নারী ও পুরুষকে পুজার বস্ত্র বিতরণ করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply