সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হালাল বেকারির পাউরুটিতে নিষিদ্ধ ব্রোমেটের উপস্থিতি শোক সংবাদ: মোহাম্মদ আবু আহম্মদ মৃধার ইন্তেকাল চাঁদের নিচে কি ওঠা! আজ রহমতের দ্বিতীয় দিন পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা সহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করার দাবিতে স্বাগত মিছিল বাউবিতে জলবায়ু পরিবর্তনের উপর সেমিনার বিজয়নগরে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘরের দলিল হস্তান্তর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ বিজয়নগরে “মানব কল্যাণ ফাউন্ডেশন”নামে একটি মানবিক সংগঠনের আত্মপ্রকাশ ব্রাহ্মণবাড়িয়ায় পরিবেশবান্ধব কম্পোস্ট প্ল্যান্ট ও প্লাস্টিক বর্জ হতে তরল জ্বালানি উৎপাদন এর শুভ উদ্বোধন

র‍্যাবের অভিযানে কসবা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর সদস্য গ্রেফতার 

র‍্যাবের অভিযানে কসবা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর সদস্য গ্রেফতার 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে সন্ত্রাস বিরোধী আইনের ওয়ারেন্টভূক্ত আসামী ও হিযবুত তাহরী (নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন) এর সদস্য মোঃ জলিল মিয়া (৬০) নামে একজনকে গ্রেফতার করেছেন র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
শুক্রবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টায় কসবা উপজেলার মন্দবাগ উত্তরপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন র‍্যাব সদস্যরা।
র‍্যাপিড একশান ব্যাটালিয়ান (র‍্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল শুক্রবার রাত সাড়ে ৮ টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ উত্তরপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী আইনের ওয়ারেন্টভূক্ত আসামী ও হিযবুত তাহরী (নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন) এর সদস্য মোঃ জলিল মিয়াকে গ্রেফতার করেন। গ্রেপ্তারকৃত জলিল মিয়া ঐ গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে। সে কসবা থানার মামলা নং-০৭, তাং-০৪/০৯/ ২০১৭ ইং, ধারা-২০০৯ সালের সন্ত্রাস বিরোধী (সংশোধনী-২০১৩) আইনের  ৮/৯/(১)/১২/১৩  মামলার ওয়ারেন্টভূক্ত আসামী।
র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীকে গ্রেফতারী ওয়ারেন্ট মূলে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় হস্থান্তরের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




আজকের দিন-তারিখ

  • রবিবার (রাত ৯:০৮)
  • ৩রা রমজান, ১৪৪৪ হিজরি
  • ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল)
© All rights reserved © 2017 Somoynewsbd24.Com
Translate »