স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে সন্ত্রাস বিরোধী আইনের ওয়ারেন্টভূক্ত আসামী ও হিযবুত তাহরী (নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন) এর সদস্য মোঃ জলিল মিয়া (৬০) নামে একজনকে গ্রেফতার করেছেন র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
শুক্রবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টায় কসবা উপজেলার মন্দবাগ উত্তরপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন র্যাব সদস্যরা।
র্যাপিড একশান ব্যাটালিয়ান (র্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল শুক্রবার রাত সাড়ে ৮ টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ উত্তরপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী আইনের ওয়ারেন্টভূক্ত আসামী ও হিযবুত তাহরী (নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন) এর সদস্য মোঃ জলিল মিয়াকে গ্রেফতার করেন। গ্রেপ্তারকৃত জলিল মিয়া ঐ গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে। সে কসবা থানার মামলা নং-০৭, তাং-০৪/০৯/ ২০১৭ ইং, ধারা-২০০৯ সালের সন্ত্রাস বিরোধী (সংশোধনী-২০১৩) আইনের ৮/৯/(১)/১২/১৩ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী।
র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীকে গ্রেফতারী ওয়ারেন্ট মূলে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় হস্থান্তরের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply