স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
র্যাবের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে অভিনব কায়দায় পিকআপ ভর্তি ভারতীয় লোশন পাঁচারকালে মোঃ বদরুল ইসলাম (২৪) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (০৪ নভেম্বর) বেলা ৪ টা ৪০ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার জিলানী পেট্রোল পাম্প সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করেন র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বেলা ৪ টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার জিলানী পেট্রোল পাম্প সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার লামা কুটাপাড়া এলাকার হারিছ মিয়ার ছেলে মোঃ বদরুল ইসলামকে আটক করেন। এসময় বদরুলের হেফাজতে থাকা একটি গোবরভর্তি পিকআপে তল্লাশী চালিয়ে ভারতীয় অবৈধ প্রসাধনী ১১৫২ পিস বডি লোশন উদ্ধার করে জব্দ করেন।
র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত চোরাচালান এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply