স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
আগামীকাল ৬ নভেম্বর ২০২১ ইং তারিখ রোজ শনিবার ৫০ তম জাতীয় সমবায় দিবস। “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে জেলা সমবায় বিভাগ ও জেলার সকল সমবায়ী প্রতিষ্ঠানগুলো।
জাতীয় সমবায় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমবায় বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় সার্কিট হাউসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
জেলা সমবায় কর্মকর্তা নেওয়াজ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার ও ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান এম এ এইচ মাহবুব আলম। উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য জেলা সমবায় বিভাগের পক্ষ থেকে আহ্বান জানিয়েছেন জেলা সমবায় কর্মকর্তা নেওয়াজ শরীফ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply