সংবাদ শিরোনাম
কবি তনন হত্যার এক বছর; সকল আসামীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষুব্ধ সংস্কৃতি সমাজের মানববন্ধন

কবি তনন হত্যার এক বছর; সকল আসামীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষুব্ধ সংস্কৃতি সমাজের মানববন্ধন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের তরুণ কবি সৈয়দ মোনাব্বির আহমেদ তনন হত্যার এক বছর পার হলেও সকল আসামী গ্রেপ্তার না হওয়ায় দ্রুত সকল আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ সংস্কৃতি সমাজ, ব্রাহ্মণবাড়িয়া।
আজ মঙ্গলবার (০৯ নভেম্বর) সকাল ৯ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষুব্ধ সংস্কৃতির সমাজের সদস্য, নদী নিরাপত্তা সামাজিক সংগঠন নোঙর এর সভাপতি শামীম আহমেদ এর সভাপতিত্বে ও বিক্ষুব্ধ সংস্কৃতির সমাজের আহবায়ক মনিরুল ইসলাম শ্রাবণ এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, উদীচী জেলা শাখার সাধারণ সম্পাদক ও মানবন্ধন আয়োজনের সমন্বয়ক ফেরদৌসুর রহমান, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, নোঙর জেলা কমিটির সাধারণ সম্পাদক খালেদা মুন্নি, পীসভিশন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন, প্রবর্তক আবৃত্তি সংসদের নির্বাহী পরিচালক নির্জন হাসান সোহেল, কবির কলমের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির, নোঙর এর সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান খান টিটু।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিক্ষুব্ধ সংস্কৃতি সমাজের যুগ্ন আহবায়ক সুজন সরকার, ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের সহ-সভাপতি আবুল হাসানাত অপু, সৃজন সাহিত্য সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াজুল মোর্শেদ মোয়াজ, নোঙর এর নির্বাহী সদস্য মো. খালেকুজ্জামান, জেলা সদস্য মো রাসেল, নোঙর রাজঘাট ইউনিট সমন্বয়ক মো. রয়েল মিয়া, আসলাম, বাবু, পাাবেল, হিরো, সৈয়দ ইব্রাহিম হোসেন সোহান, সৈয়দ তাকবির হোসেন তানিম প্রমুখ।
বক্তাগণ বলেন, কবি সৈয়দ মোনাব্বির আহমেদ তনন হত্যার এক বছর পার হলেও রহস্য জনক কারণে পুলিশ সকল আসামীদের গ্রেপ্তার করছে না। কিছু আসামী জামিনে নিয়ে মামলার বাদী ও তার পরিবারের সদস্যদের নানানভাবে হুমকি-ধামকি প্রদান করছে। এছাড়াও তনন হত্যা মামলাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে একটি কুচক্রী মহল নানান অপচেষ্টা করে যাচ্ছে। ঐ কুচক্রী মহলের ইশারায় মামলার চার্জশিট যথাযথভাবে দেয়া হয়নি বলে তারা ক্ষোভ প্রকাশ করেন। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে তাই বক্তাগণ সঠিক তদন্তের মাধ্যমে যথাযথ প্রকৃতি আইনি প্রক্রিয়ায় অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিত করার দাবী জানান।
উল্লেখ্য, গতবছর ৯ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের আলিয়ারা গ্রামে সরকারি খালে বাঁধ দিয়ে পানি নিস্কাশনবন্ধের প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে হত্যা করা হয় তরুণ কবি সৈয়দ মুনাব্বির আহমেদ তননকে। নিহত মুনাব্বির আহমেদ আলিয়ারা গ্রামের শিব্বির আহমেদের ছেলে।  এই হত্যার বিচার দাবীতে আন্দোলন করে যাচ্ছে বিক্ষুদ্ধ সংস্কৃতি সমাজ, ব্রাহ্মণবাড়িয়া।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com