মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নিবার্চন অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে নাসিরনগর উপজেলার ১৩ টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে ৬টিতে ক্ষমতাসীন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন। এছাড়া ৩টিতে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও ৪টিতে স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাতেই এই ফলাফল ঘোষনা করেন নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উপজেলার ১৩ টি ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যানরা হলেন- নাসিরনগর সদর ইউনিয়নে আওয়ামীলীগের পুতুল রানী দাস, ফান্দাউক ইউনিয়নে আওয়ামীলীগের হাজ্বী ফারুকুজ্জামান ফারুক, পূর্বভাগ ইউনিয়নে আওয়ামীলীগের মোহাম্মদ আক্তার মিয়া, গুনিয়াউক ইউনিয়নে আওয়ামীলীগের মোহাম্মদ জিতু মিয়া, চাপরতলা ইউনিয়নে আওয়ামীলীগের মনসুর আলী ভূইয়া, ভলাকুট ইউনিয়নে মোঃ রুবেল, চাতলপাড় ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোঃ রফিকুল ইসলাম,
গোয়ালনগর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ আজাহারুল হক চৌধুরী, হরিপুর ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোঃ ফারুক মিয়া, বুড়িশ্বর ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি) ইকবাল চৌধুরী, গোর্কণ ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি) সৈয়দ মোহাম্মদ শাহীন, কুন্ডা ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি) এডভোকেট নাসির উদ্দিন, ভূইয়া, ধরমন্ডল ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি) সফিকুল ইসলাম।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply