মৌলভীবাজারের কমলগঞ্জে কমলগঞ্জ পুলিশের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।সোমবার (২২ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় আলীনগর ইউনিয়নের কামারছড়া চা বাগানে আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশার সভাপতিত্বে ও কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সোহেল রানার সঞ্চালনায় সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। চা শ্রমিকসহ বিভিন্ন ধর্ম বর্ণের কয়েকশো মানুষের অংশগ্রহণে এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় চা শ্রমিক নেতা রামভজন কৈরি, মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু, আলীনগর চা বাগানের সহকারী ব্যবস্থাপক এ,জে,এম, রফিউল আলম ও সাংবাদিক শাহীন আহমেদ।সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য সাইফুল ইসলাম তাজ উদ্দিন আহমেদ, সজল কৈরি প্রমুখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply