ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া রাজনৈতিক অঙ্গনের শ্রদ্ধেয় নেতৃবৃন্দের মধ্যে প্রয়াত জননেতা এডভোকেট আলী আজম ভূইয়া ছিলেন সততা, ন্যায় পরায়ণ ও ব্যক্তিত্বের মূর্ত প্রতীক। ১৯৭০ এর নির্বাচনে প্রতীকে জাতীয় পরিষদ সদস্য এবং ৭৩ নির্বাচনে জয়ী সংসদ সদস্য আলী আজম ভূইয়া মহান মুক্তিযুদ্ধে এ অঞ্চলের মূখ্য সংগঠক হিসাবে দায়িত্ব পালন করেছেন। স্বাধীনতার পর যুদ্ধ বিদ্ধস্ত দেশ পুর্নগঠন এবং কৃষিক্ষেত্রে আধুনিক সেচ ব্যবস্থা এবং আশুগঞ্জ সবুজ প্রকল্প বাস্তবায়ন করে তিনি স্মরণীয় ও বরণীয় হয়ে আছেন। আজকের প্রজন্মের আছে তার আদর্শ বিকশিত করা আবশ্যক।
বুধবার (২৪ নভেম্বর) প্রয়াত আলী আজম ভুইয়ার ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুজিবুর রহমান বাবুল, বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ এইচ মাহবুবু আলম, আওয়ামীলীগ নেতা আবুল বাসার, নাহিদ আহমেদ, জাহাঙ্গীর কবীর দুলাল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডঃ লোকমান হোসেন ও সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজম। পরে মিলাদ মাহফিলের মাধ্যমে প্রয়াত নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা বিশেষ মোনাজাত করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)
Leave a Reply