এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু), বিজয়নগর থেকে
“মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতি অগ্রগতি” এই প্রতিপাদ্য স্লোগানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে থেকে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। র্যালি শেষে উপজেলা পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহের নিগারের সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।
অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলার মৎস্য কর্মকর্তা মো. আবু ছালেহ।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো: মশকর আলী, সহকারি শিক্ষা অফিসার আল মামুন সহ উপজেলার ১০টি ইউনিয়নের মৎস্য চাষীরা।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply