স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া শহরের পাওয়ার হাউজ রোডের
একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যা ৫ টা ২০ মিনিটে পাওয়ার হাউজ রোডের কান্দিপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৫ টা ২০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পাওয়ার হাউজ রোডের কান্দিপাড়া এলাকার প্রবাসী রুবেল মিয়ার ৫তলা ভবনের ৪ তলার উত্তর পাশের ভাড়াটিয়ার একটি ইউনিটে টেলিভিশন থেকে বিদ্যুতের শর্টসার্কিটে হঠাৎ করে অগ্নিকান্ডের সূত্রপাত শুরু হয়। পরে পুরো ইউনিটে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে এ ঘটনার খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
অগ্নিকান্ডের শিকার চারতলার ভাড়াটিয়া জানান, রুমে বসে আমরা টেলিভিশন দেখছিলাম। হঠাৎ করে টেলিভিশনটি বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। এসময় আগুন থামাতে পানি দিয়ে চেষ্টা করি। পরে আগুনের মাত্রা বেড়ে গেলে বাসার সবাই দিকবেদিক ছুটোছুটি করে আমরা নিচে নেমে পড়ি। অগ্নিকান্ডে বাসার আসবাবপত্র, কাপড়চোপড়, মোবাইল ফোন, ল্যাপটপ ও স্বর্ণালংকারসহ প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মোঃ সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তিনি জানান, বিদ্যুতের শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকান্ডের ঘটনায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এই মূহুর্তে বলা যাচ্ছে না।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply