ব্রাহ্মণবাড়িয়ায় র্যাবের পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ জহির মিয়া-(২৬), মোঃ ফারুক মিয়া-(২৫), মিলন মিয়া-(২৩), মোঃ কুদ্দুছ খাঁন-(৪০), মোঃ আল মাসুদ-(২৭), মোঃ রাজু মিয়া-(২৯), ইউনুস রিয়াদ-(২৩), মোঃ সেলিম-(৩০), হাসিবুল ইসলাম (২৪) ও মোঃ সবুর ইসলাম শুভ-(২৩) নামে ১০ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।
বুধবার (০৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৪ টা থেকে বিকেল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও নাসিরনগর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বুধবার ভোর সাড়ে ৪ টায় জেলার নাসিরনগর থানার ফান্দাউক ইউনিয়ন পরিষদের সামনে ছাতিয়ান- নাসিরনগর রোডের পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী আসামী ১। জহির মিয়া (২৬), পিতা-ফজর রহমান, সাং- গোয়াছনগর, ২। মোঃ ফারুক মিয়া(২৫), পিতা- আব্দুল আহাদ, সাং- রতনপুর, ৩। মিলন মিয়া(২৩), পিতা- মোঃ আঞ্জব আলী, সাং- পরমানন্দপুর, ৪। মোঃ কুদ্দুছ খাঁন(৪০), পিতা- মৃত রজব আলী, সাং-উত্তর সুরমা, সর্ব থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জদেরকে আটক করে এসময় ধৃত আসামীদের দখল হতে (ক) ৩১ (একত্রিশ) কেজি মাদকদ্রব্য গাঁজা, (খ) ০১টি সিএনজি.চাবিসহ (গ) ১টি মোটরসাইকেল চাবি‘সহ (ঘ) মাদক বিক্রয়ের নগদ ১০০০/- টাকা‘সহ উদ্ধার করে জব্দ করা হয়।
পৃথক আরেকটি অভিযানে জেলার আশুগঞ্জ থানাধীন সেতুর টোলপ্লাজার সামনে হতে মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ আল মাসুদ (২৭), পিতা- মৃত আব্দুল মান্নান , সাং-মুসুরিয়া, থানা- এয়ারপোট, জেলা- বরিশাল, বর্তমান ঠিকানা- চন্দ্রিমা লেন,পাইকপাড়া বশির উদ্দিন স্কুল সংলগ্ন , থানা- মিরপুর, জেলা- ডিএমপি- ঢাকা, ২। মোঃ রাজু মিয়া(২৯), পিতা- রুহুল আমীন @ উকিল আমীন, সাং- সাট মালিক বেগ, থানা- রাজারহাট, জেলা- কুড়িগ্রাম, বর্তমান ঠিকানা- ছাপাখানা মোড় লিটন মিয়ার বাসায় ভাড়াটিয়া , থানা- মিরপুর, জেলা- ডিএমপি- ঢাকা, ৩। ইউনুস রিয়াদ(২৩), পিতা- ইউসুফ খোকন, সাং-শ্যালাবুনিয়া, থানা-মংলা, জেলা- বাগেরহাট, বর্তমান ঠিকানা- বাসা নং-রূপসা -ই, রাজউক উত্তরা এপার্টমেন্ট প্রজেক্ট, বাউনিয়া , থানা- তুরাগ, জেলা-ডিএমপি ঢাকা, ৪। মোঃ সেলিম (৩০), পিতা- আইনল সরদার, সাং- কালিহাতা, থানা- উজিরপুর, জেলা- বরিশাল, বর্তমান ঠিকানা- আনন্দনগর জসিম মিয়ার বাসায় ভাড়াটিয়া, থানা- বাড্ডা, জেলা- ডিএমপি ঢাকা, ৫। হাসিবুল ইসলাম (২৪), পিতা- নেছার আহমেদ, সাং- দক্ষিণ আউরা, থানা- কাঠালিয়া, জেলা-ঝালকাঠী, বর্তমানা ঠিকানা- বাংলা মটর পাউয়ার পাম্প গলি হেলাল মিয়ার বাসায় ভাড়াটিয়া, থানা- রমনা, জেলা- ডিএমপি ঢাকা, ৬। মোঃ সবুর ইসলাম শুভ (২৩), পিতা- মৃত তাজুল ইসলাম, সাং- বুধন্তী, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, বর্তমান ঠিকানা- ডিআইটি প্রজেক্ট বাসা নং-৫২, রোড নং-১১, থানা- বাড্ডা, জেলা- ডিএমপি ঢাকাদেরকে আটক করে এসময় ধৃত আসামীদের দখল হতে (ক) ৭০(সত্তর) কেজি মাদকদ্রব্য গাঁজা, (খ) মাদক বিক্রয়ের নগদ ২০০০/- (দুই হাজার) টাকা, (গ) ০১টি প্রাইভেটকার (চাবি ও কাগজপত্র‘সহ) (ঘ) ০১টি‘ মাইক্রোবাস (চাবি ও কাগজপত্র‘সহ ) উদ্ধার করে জব্দ করা হয়। ধৃত আসামীগণ দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।
র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply