স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া-০৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া শহরকে বাসযোগ্য করার তাগিদ দিয়েছেন। তিনি শহরে নানা অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
গতকাল বুধবার (০৮ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে পৌরসভায় নাগরিক দূর্ভোগের নানা দিক তুলে ধরেন মোকতাদির চৌধুরী এমপি।
তিনি শহরের ভেতর দিয়ে দিনের বেলা ট্রাক-লরীর চলাচল, রাস্তার ওপর নির্মান সামগ্রী ফেলে রেখে বাড়ির কাজ করা এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়কে বাজার এবং ফুটপাতে দোকানপাট বসিয়ে শহরে মানুষের দূর্ভোগের সৃষ্টি করা হচ্ছে উল্লেখ করে এমন অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া তিনি শহরকে বর্ধিত করার পরিকল্পনার কথাও জানান।
মতবিনিময়কালে দ্রুত শহরের বিভিন্ন রাস্তা প্রশস্ত করা এবং শহরের পূর্ব দিকে তিতাস নদীর পাড় দিয়ে চলাচলের বিকল্প রাস্তা তৈরী করার প্রস্তাব করেন সাংবাদিকরা।
মতবিনিময়কালে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, জেলা আওয়ামীলীগ নেতা মজিবুর রহমান বাবুল, বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এইচ মাহবুব আলম উপস্থিত ছিলেন। মতবিনিময়ে প্রেসক্লাব কার্য নির্বাহী পরিষদ নেতৃবৃন্দ, প্রেসক্লাবের সিনিয়র সদস্যগনসহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply