স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
আগামী ১৬ ডিসেম্বর বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণিল কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন থেকে শুরু করে কুচকাওয়াজ, সালামি গ্রহণ, ডিসপ্লে, বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও পুরস্কার বিতরণ, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শপথ বাক্য পাঠ, বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে প্রীতি খেলার আয়োজন ও সন্ধ্যায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করার পরিকল্পনা রয়েছে উপজেলা প্রশাসনের। তবে সমস্ত কর্মসূচি বিদ্যমান কোভিড – ১৯ পরিস্থিতি বিবেচনায় নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে পালন করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ মহান বিজয় দিবসের প্রতিটি আয়োজনে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply