স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
আসন্ন চতুর্থ ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে লক্ষাধিক টাকা অর্থদন্ড করা হয়েছে।
রবিবার (১২ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মেম্বার পদ প্রার্থীদের এ অর্থদন্ড করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আগামী ২৬ ডিসেম্বর জেলার বিজয়নগর উপজেলার ১০ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে নির্বাচন আচরণবিধি মেনে সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচন সম্পন্ন করতে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট —। এসময় নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিভিন্ন চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মেম্বার পদ প্রার্থীদের ১৭ টি মামলায় ১ লাখ ৪ হাজার ৫শত টাকা অর্থদন্ড আরোপ করে আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতা করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply