স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাকচাপায় মোঃ জালাল মিয়া-(৪০) নামে এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সাতবর্গ এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত জালাল মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা সদরের পশ্চিম এলাকার আক্তার মিয়ার ছেলে।
পুলিশ জানায়, ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে হবিগঞ্জের মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আসার পথে উপজেলার সাতবর্গ এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে সিএনজিতে থাকা যাত্রী জালাল মিয়া নিহত হয়। এসময় ফলবোঝাই ট্রাকটি উল্টে গিয়ে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহজালাল আলম জানান, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সড়কের উপর ট্রাকটি উল্টে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছিল। পরে পুলিশ দীর্ঘক্ষন চেষ্টা চালিয়ে উল্টে যাওয়া ফলবোঝাই ট্রাকটি রাস্তা থেকে সড়িয়ে নেওয়া হয়। বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply