আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি
সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
এদিকে, আলোচনা সভার পূর্বে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে বুদ্ধিজীবি স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করা হয়। এসময় উপজেলা আওযামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকেও পুস্পস্তবক অর্পণ করা হয়।
পরে সকাল সোয়া ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান শাওন। পরে বাদ জোহর শহীদদের স্মরণে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা এবং বিকেল সাড়ে ৫ টায় প্রদীপ প্রজ্জ্বলন ও আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply