মোঃ আনোয়ার সুলতান,স্টাফ রিপোর্টার//সাভার
সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ।
আজ বুধবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টা ৩১মিনিটে আকাশপথে হেলিকপ্টারে পারিজমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে। প্রথমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, পরে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে নীরবতা পালন করেন। পরে পরিদর্শন বইতে সাক্ষর করে অশোক নামে একটি বৃক্ষ রোপণ করে দুপুর ১২টা ৫৪ মিনিটে জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ।
রাষ্ট্রপতির স্মৃতিসৌধে আগমন উপলক্ষে ঢাকা আরিচা মহাসড়ক ও জাতীয় স্মৃতিসৌধে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়।
বাংলাদেশের স্বাধীনতার ৫০বছর সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষের শতবর্ষ দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে বাংলাদেশ সফর করছেন ভারতের রাষ্ট্রপতি।
এর আগে তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ বুধবার বেলা ১১.১০ মিনিটে একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন রাষ্ট্রপতি। তিন দিনের সফর শেষে আগামী ১৭ ডিসেম্বর শুক্রবার ঢাকা ত্যাগ করবেন তিনি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply