মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ছায়েদুল হকের ৪র্থ মৃত্যুবার্ষিকী। ছায়েদুল হক ১৯৪২ সালে ৪ মার্চ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ গ্রামে এক সম্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। ১৯৬৬ সালে বঙ্গবন্ধু ৬ দফা আন্দোলনের ঘনিষ্ট সহযোগী ছিলেন তিনি। দেশের খ্যাতনামা এ আইনজীবি ১৯৭৩,১৯৯৬,২০০১,২০০৮ ও ২০১৪ সালে ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের ১২ জানুয়ারী মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করেন। এর পূর্বেও তিনি খাদ্য, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও স্বরাষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বে থাকাকালীন সময়ে মৎস্য খাতে ব্যাপক উন্নয়ন সাধন করেন তিনি। বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিনে তার ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে গ্রামের বাড়ী পূর্বভাগে মিলাদ, দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে। মন্ত্রী ছায়েদুল হক নাসিরনগর আসন থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে ২০১৭ সালের ১৬ ডিসেম্বর তিনি পৃথিবীর মায়া ছেড়ে না ফেরার দেশে চলে যান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply