সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বৃহস্পতিবার ৫০তম মহান বিজয় দিবস উপলক্ষে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে সূর্যোদয়ের সাথে সাথে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। সূর্যোদয়ের যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে । এ উপলক্ষে বিভিন্ন সামাজিক সংগঠন, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সংস্থা নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন হয়েছে।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য জীবন দেয়া শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার ৩০ লাখ মানুষের জীবন ও কয়েক লাখ নারীর সম্ভ্রম কেড়ে নেয়া নয় মাসের রক্তাক্ত যুদ্ধের পর ১৯৭১ সালের এ দিনে পাকিস্তানী হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশের অভ্যুদয় ঘটে।
উপজেলা পরিষদ প্রাঙ্গনে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবাবের সদস্যদের সংবধনা অনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসার মোঃ আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, সরাইল সার্কেল সহকারী সিনিয়র পুলিশ সুপার আনিছুর রহমান, সহকারী কমিশনার ফারহানা নাসরিনের, সরাইল থানা অফিসার মোঃ আসলাম হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এড. মুহাম্মদ নাজমুল হোসেন, যুগ্ন আহবায়ক এড.আব্দুর রাশেদ, বক্তব্য রাখেন সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিকুর রহমান, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল প্রমুখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply