কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আগামী ৫ জানুয়ারি ২০২২ পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মাঝে বিভিন্ন প্রতীক বরাদ্দর পর থেকে প্রচারনা শুরু করেছেন প্রার্থীরা।সোমবার (২০ ডিসেম্বর) সকাল থেকে উপজেলা নির্বাচন অফিসে রিটানিং কর্মকর্তাবৃন্দ চেয়ারম্যান, সদস্য ও মহিলা সদস্য প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্ধ ঘোষনা করেন।জানা যায়,উপজেলার ৯টি ইউনিয়নের ৩৪ জন চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধের পর দুপুর দুইটা থেকে উপজেলার সবকয়টি ইউনিয়নে প্রার্থীরা প্রচারনা শুরু করেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী ২০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে এবং ৫ জানুয়ারি পঞ্চম ধাপে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply