শাহিনুর ইসলাম প্রান্ত,লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে শিশুচোর সন্দেহে এক মানসিক প্রতিবন্ধি নারীকে(৫০) গনপিটুনী থেকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা।
শনিবার(২০ জুলাই) রাত ৯টার দিকে লালমনিরহাট শহরের কলাবাগান কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি ততদন্ত) এরশাদুল আলম বলেন, মানসিক ভারসাম্যহীন(পাগল) এক বৃদ্ধা নারী শহরের কলাবাগান কলোনী এলাকায় পরিত্যাক্ত রেললাইনে বসেছিলেন। এ সময় স্থানীয়রা শিশুচোর সন্দেহে তাকে গনপিটুনী দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ওই নারীকে উদ্ধার করতে গেলে স্থানীয়দের ছুরে মারা পাথরের আঘাতে সামান্য আহত হন উপ পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান। পরে ওই নারীকে আহত অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত নারীর পরিচয় পাওয়া না গেলেও অনেকেই তাকে দীর্ঘ দিন ধরে শহরের বিভিন্ন গলিতে দেখেছেন।
লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক পিপিএম জানান, অপরিচিত কাউকে কোন রুপ সন্দেহ হলে আইন হাতে তুলে না নিয়ে নিকটস্থ পুলিশকে খবর দিন। সন্দেহ হলেই কেউ অপরাধি নয়। মাথা কাটা বা ছেলেধরা এটা একটি গুজব মাত্র। গুজবে কান না দিতে সকলের প্রতি আহবান জানান তিনি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply