সংবাদ শিরোনাম
নাসিরনগরে শ্বশুরকে বাদী বানিয়ে মিথ্যা মামলা দিয়ে আপন ভাই বোনকে হয়রানীর অভিযোগ

নাসিরনগরে শ্বশুরকে বাদী বানিয়ে মিথ্যা মামলা দিয়ে আপন ভাই বোনকে হয়রানীর অভিযোগ

মোঃ আব্দুল  হান্নান,নাসিরনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পৈত্রিক সম্পত্তির ভাগ বাটোয়ারা ও পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে নিজের স্ত্রীকে ভিকটিম, শ্বশুরকে বাদী আর আপন ভাই বোনকে আসামী বানিয়ে আদালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।ঘটনাটি ঘটেছে হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামে।
সরেজমিন এলাকায় গিয়ে বিভিন্ন লোকজনের সাথে কথা বলে জানা গেছে,গ্রামের মৃত নাসিরউদ্দিন খানের ছেলে উসমান খান তার স্ত্রী  হোসনা বেগমকে নিজে মারপিট করে ভিকটিম সাজিয়ে  জখমী সনদ সংগ্রহ করে পার্শ্ববর্তী মাধবপুর উপজেলার নাজিরপুর গ্রামের মৃত লাল মিয়া মোল্লার ছেলে উসমানের শ্বশুর  মোঃ আজিজুর রহমানকে বাদী বানিয়ে উসমানের আপন প্রবাসী ছোটভ াই  মোঃ দাউদ খান,জাবেদ খান,বোন সাবেরা,রীনা ও ছোট ভাইয়ের স্ত্রী সাদেকা কে আসামী করে গত ১৭ অক্টোবর ২০২১ তারিখে ব্রাক্ষণবাড়িয়ার বিজ্ঞ চীফ জুডিশিয়াল আদালতে মিথ্যা মামলা জি,আর ১৮৪ নং মামলা দায়ের করে। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে  ওসি নাসিরনগর থানাকে নির্দেশ প্রদান করে।এস আই জুলফিকার আলীর তদন্তের পর এফ আই আর রুপে গন্য করে।
সরেজমিন হরিপুরে গিয়ে পার্শ্ববর্তী বিভিন্ন নারী পুরুষের সাথে কথা বললে, তারা জানায়,ঘটনার সময় ও তারিখে আসামীরা কেউই বাড়িতে ছিলেন না।তারা জানান,উসমান খানের স্ত্রী  হোসনা বেগম একজন বেপরোয়া প্রকৃতির মহিলা। উসমান খান তার স্ত্রী হোসনা বেগমকে কোন অবস্থাতে সামাল দিতে পারে না। ওই দিন স্বামী স্ত্রীর  মাঝে তুমুল ঝগড়া হলে উসমান তার স্ত্রীকে সামলাতে না পেরে মারপিট করে। পরে উসমান নিজে তার ছেলে  দুই শ্যালক স্বাক্ষী সেজে শ্বশুরকে বাদী বানিয়ে আপন ভাই বোনের নামে মামলা করে। ইতি মধ্যে মামলা এক স্বাক্ষী ফয়সল খান ঘটনা সত্য নয় বলে আদালতে দাড়িয়ে নোটারী পাবলিকের মাধ্যমে হলফনামা প্রদান করেছে। স্থানীয়রা আরো জানায়, উসমান খান ভয়ানক ক্রিমিনাল প্রকৃতির লোক। উসমান খানের বিরুদ্ধে  থানায় ও আদালতে একাধিক মামলা মোকদ্দমা চলমান রয়েছে।
এ বিষয়ে মামলার বাদী  আজিজুর রহমানের মোবাইল ফোনে একাদিক বার যোগাযোগ করে জানতে চাইলে তিনি ফোন রিসিভ করেন না।  মামলার তদন্তকারী কর্মকর্তা নাসিরনগর থানা  পুলিশের এস,আই জুলফিকার আলী জানায় জখমী সনদ থাকায় মামলা এফ,আই,আর করা হয়েছে।এখন তদন্ত করে প্রকৃত ঘটনা বের করা হবে বলেও জানান এ কর্মকর্তা।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com