স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিজ বাসের চাকায় পিষ্ট হয়ে এক হেল্পার নিহত হয়েছেন।
বুধবার (২২ ডিসেম্বর) বেলা পৌণে ১১ টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় বাস চালক পলাতক রয়েছে। তবে স্থানীয় লোকজন বাসটিকে আটক করেছেন। নিহত হেল্পারের নাম পরিচয় জানা যায়নি।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে মাধবপুর থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহন নামে একটি লোকাল বাস ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় আসলে বাসটিতে কর্মরত হেলপার দরজা থেকে রাস্তায় ছিটকে পড়ে যায়। এসময় তার কর্মরত বাসটির চাকায় পিষ্ট হয়ে সে মারা যান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply