সংবাদ শিরোনাম
ডেঙ্গু ঠেকাতে সোমবার থেকে মাঠে নামছে ডিএনসিসি অবৈধভাবে ভারতে গিয়ে আটকে পড়া ১৩ বাংলাদেশী দেশে ফিরেছেন শেষ হলো সাহিত্য একাডেমির ৭ দিনব্যাপী “বৈশাখী উৎসব।। সচিব খলিল আহমদকে বৈশাখী উৎসব সম্মাননা প্রদান সরাইলে উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির প্রার্থী তপু লস্কর নবীনগরে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে একজন নিহত ও আহত-৩।। আটক-৪ কমলগঞ্জে নিরাপদ সড়ক চাই’র আইডি কার্ড বিতরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত সাহিত্য একাডেমির বৈশাখী উৎসবের ৫ম দিনে নির্বাচিত গ্রন্থের প্রকাশনা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সাহিত্য একাডেমির বৈশাখী উৎসবের চতুর্থ দিনে মুজিবনগর দিবস পালন বিজয়নগর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক সাহিত্য একাডেমি আয়োজিত ৭ দিনব্যাপী বৈশাখী উৎসবের দ্বিতীয় দিন অতিবাহিত

রোটারিয়ানরা সমাজ উন্নয়নসহ মানবকল্যাণ ও মানবতার সেবায় নিয়োজিত ; পৌর মেয়র নায়ার কবির

রোটারিয়ানরা সমাজ উন্নয়নসহ মানবকল্যাণ ও মানবতার সেবায় নিয়োজিত ; পৌর মেয়র নায়ার কবির

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি বিশিষ্ট নারী নেত্রী মিসেস নায়ার কবির বলেছেন, রোটারিয়ানরা মানবসেবার ব্রত নিয়ে বহুমুখী কর্মকান্ডের মাধ্যমে সমাজ উন্নয়ন ও পরিবর্তনে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। দুস্থ অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করতে রোটারিয়ানরা সব সময় ঐক্যবদ্ধ। তিনি বলেন, রোটারিয়ানরা সমাজ উন্নয়নসহ মানবকল্যাণ ও মানবতার সেবায় নিয়োজিত। রোটারিয়ানরা তাদের এই মহৎ কর্মের মাধ্যমে সৃষ্টিকর্তার প্রতি যেমন ভালোবাসা প্রদর্শন করে যাচ্ছেন, একইভাবে নিজের জন্য স্রষ্টার সান্নিধ্য লাভের পথ সুগম করছেন। সব রোটারিয়ানই সমাজ উন্নয়নসহ মানবকল্যাণ ও সেবার পথে অসাধারণের কর্মের মাধ্যমে সফল পথিক হবেন সেটাই আমার বিশ্বাস। পৃথিবীর সব থেকে উত্তম কাজ হলো মানবসেবা।
গত মঙ্গলবার (২১ ডিসেম্বর) শহরের দানবীর লোকনাথ রায় চৌধুরী ময়দান কমপ্লেক্সস্থ পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাস ২০২১-২০২২ এর অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতেই রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাস ২০২১-২০২২ এর অভিষেক কমিটির চেয়ারপার্সন রোটারীয়ান সাবেক অধ্যক্ষ প্রফেসর মু. মজিবুর রহমান পিএইচএফ সূচনা বক্তব্য রাখেন।
রোটারী প্রত্যয় পাঠ করেন রোটারীয়ান  সৈয়দ সাদরুল হুদা নিয়াজ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০২১-২০২২ এর রোটারী ডিষ্ট্রিক্ট ৩২৮২ এর গভর্ণর রোটারীয়ান আবু ফয়েজ খান চৌধুরী এম.পিএইচএফ। অনুষ্ঠানের প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন বিদায়ী ক্লাব প্রেসিডেন্ট রোটারীয়ান শফিকুর রহমান পিএইচএফ। সেক্রেটারী রিপোর্ট পাঠ করেন রোটারীয়ান মাসুদ আল মামুন পিএইচএফ। কলার বেল্ট পরিবর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাস ২০২১-২০২২ এর প্রেসিডেন্ট রোটারীয়ান সাংবাদিক মোঃ শাহজাদা পিএইচএফ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ২০২১-২০২২ এর ক্লাব সেক্রেটারী রোটারীয়ান ইঞ্জিঃ এম. এম. কামাল উদ্দীন পিএইচএফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ডিষ্টিক্ট গর্ভর্ণর রোটারীয়ান আতাউর রহমান পীর পিএইচএফ, সাবেক ডিষ্টিক্ট গর্ভর্ণর রোটারীয়ান দিল নাশিন মহসিন পিএইচএফ, ডিষ্ট্রিক গর্ভর্ণর নমীনি রোটারীয়ান মতিউর রহমান পিএইচএফ, ডিষ্ট্রিক্ট ফাস্ট লেডি মুনমুন আফরোজ, সাবেক ডিষ্ট্রিক্ট ফাস্ট লেডি ফিরোজা রহমান, ডিষ্ট্রিক্ট এরিয়া চীফ এডভাইজার রোটারীয়ান ডাঃ মোঃ আবু সাঈদ পিএইচএফ, ব্রাহ্মণবািড়য়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামী, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, এসিষ্ট্যান্ড গর্ভর্ণর রোটারীয়ান আশরাফ আহমেদ পিএইচএফ, শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল­া রোটারী সানরাইজ ক্লাবের চার্টার প্রেসিডেন্ট আবু আজমল পাঠান, রোটারী ক্লাব অব সিলেট সুরমা’র পিপি এ এইচ এম ফয়সাল আহমেদ, রোটারী আগ্রাবাদ ক্লাবের পিপি কেরামত উল্লাহ আজিম, জোনাল কো অর্ডিনেটর রোটারীয়ান আক্তার হোসেন, ক্লাব প্রতিনিধি রোটারীয়ান ইঞ্জিনিয়ার আমান উল্লাহ বাহার পিএইচএফ, ঔষধ কোম্পানী প্রতিনিধি স্কয়ার ফার্মাসিকেলের রিজোনাল সেলস ম্যানেজার সেলিম আহমেদ, বোর্ড অব থ্যাংকস প্রদান করেন প্রেসিডেন্ট ইলেক্ট রোটারীয়ান ডাঃ মোস্তাফিজুর রহমান খান পিএইচএফ, সার্জেন্ট অব আর্মস রিপোর্ট প্রদান করেন রোটারীয়ান মুখলেছুর রহমান পিএইচএফ। অনুষ্ঠানে ১টি হুইল চেয়ার ও ১টি সেলাই মেশিন উপকার ভোগীর মধ্যে বিতরণ করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com