আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরসগরে এক স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে থানা পুলিশের কাছে দায়েরকৃত অভিযোগ তুলে নিতে প্রাণনাশের হুমকি দিচ্ছেন অভিযুক্তরা।
ইভটিজিং এর অভিযোগকারী ঐ ছাত্রীর ভাই রফিকুল ইসলাম এ প্রতিবেদককে প্রাণনাশের হুমকি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের তুল্লাপাড়া গ্রামের বাসিন্দা ও নবম শ্রেণির শিক্ষার্থীকে একই গ্রামের জেনু পাঠানের বখাটে যুবক তোফাজ্জল পাঠান-(১৮) রাস্তা-ঘাটে চলার পথে প্রায়ই উত্যক্ত করে প্রেম নিবেদন করতো। ওই ছাত্রী তাতে সাড়া না দিলে তার কাছে মোবাইল নাম্বার চাইতো বখাটে তোফাজ্জল পাঠান। ওই ছাত্রী তার কোন মোবাইল নাম্বার নেই ও সে মোবাইল ব্যবহার করেনা বলে জানিয়ে দেন তোফাজ্জলকে। পরে গত ১০ ডিসেম্বর-২০২১ ইং তারিখ দুপুর অনুমান ১ ঘটিকার সময় ওই ছাত্রী তার বান্ধবীর বাড়ি থেকে গাইড বই আনতে গেলে পূর্ব থেকে উৎপেতে থাকা বখাটে তোফাজ্জল ও তার ভাই মোয়াজ্জিম পাঠানকে নিয়ে ওই ছাত্রীর পথ গতিরোধ করে লাঠি দিযে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে টেনে হ্যাচড়ে কাপড় চোপড় ছিঁড়ে শ্রীলতাহানি করে। পরে ওই ছাত্রীকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এনে চিকিৎসা শেষে চিকিৎসা সনদ সংগ্রহ করে তার ভাই বাদি হয়ে নাসিরনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর থেকে ঐ ছাত্রীর ভাই ও তার পরিবারকে অভিযোগ তুলে নিতে চাপ প্রয়োগ করতে থাকেন ও অভিযোগ তুলে না নিলে প্রাণনাশের হুমকি দিচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) শ্রীবাস দাস জানান, ইভটিজিংয়ের তেমন কোন আলামত পাওয়া যায়নি। বিষয়টি উভয় পক্ষকে নিয়ে সমঝোতার চেষ্টা করা হচ্ছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply