সংবাদ শিরোনাম
রাত পোহালেই বিজয়নগরে ১০ ইউপিতে ভোটগ্রহণ।। আ’লীগ বনাম বিদ্রোহীদের প্রতিদ্বন্দ্বিতা

রাত পোহালেই বিজয়নগরে ১০ ইউপিতে ভোটগ্রহণ।। আ’লীগ বনাম বিদ্রোহীদের প্রতিদ্বন্দ্বিতা

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
রাত পোহালেই চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ১০ টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য প্রশাসনের পক্ষ থেকে নিশ্ছিদ্র  নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচনে উপজেলার ১০ টি ইউনিয়নে  চেয়ারম্যান পদে ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিটি ইউনিয়নে আওয়ামীলীগ বনাম আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে ভোটের হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করছেন নির্বাচন সংশ্লিষ্টরা।
বিজয়নগর উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে
বুধন্তী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ইফতেখারুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী সাবেক যুবলীগ নেতা মোঃ দেলোয়ার হোসেন খাঁন, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ মোবারক হোসেন, আওয়ামীলীগ নেতা মোঃ হাফিজুল ইসলাম খাঁন, কাজী সাইয়িদুল ইসলাম, মোঃ মাহাবুব আলম, মোঃ মফিজুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চান্দুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত এ এম শামিউল হক চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা কাজী ফায়েজ, বিএনপি নেতা মোঃ আহসান ইমাম চৌধুরী, জেলা ছাত্রদল নেতা নুরুল হক নিয়াজ, বাংলাদেশ ওয়াকার্স পার্টির সঞ্জয় রায় পোদ্দার মন্ত ছাড়াও স্বতন্ত্র মনোনয়ন ফরম জমা দেন মোঃ বাবুল মিয়া, মোঃ মারফত আলী মেম্বার, আব্দুল খালেক, মেজবাহ উদ্দিন চৌধুরী, আবজাল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইছাপুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ নুরুল আমিন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ জিয়াউল হক বকুল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
হরষপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত মোঃ সারোয়ার রহমান, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ শাহজাহান, উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক রাজু বণিক, মোঃ কবিরুল নজরুল ও বিএনপি নেতা রাষ্ট্র মিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পাহাড়পুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত আবুল কালাম আজাদ, জাতিয় পার্টির আব্দুল কাদির, স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম অলি আহাম্মদ, আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন মলাই, স্বতন্ত্র প্রার্থী মোঃ নাজমুল হক ভূঁইয়া, শাহীন আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চম্পকনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ হামিদুল হক হামদু, জাতীয় পার্টির মোঁ বিল্লাল আহাম্মদ, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মোঃ সিরাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ইউসুফ আলী ভূঁইয়া নুরধন, মোছাঃ সোহেদা আক্তার, আনোয়ার হোসেন, আনোয়ার হোসেন চৌধুরী, সামিদুল হক, জাকির হোসেন, ফারুকুল হাসান, সোলেমান হাসান ভূঁইয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সিঙ্গারবিল ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা স্বতন্ত্র প্রার্থী আল আমিন ভূঁইয়া, মোঃ ফজলুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিষ্ণুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত আল মামুন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন ভূঁইয়া, মোঃ জসিম উদ্দিন, মোঃ শরিফ মিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পত্তন ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান রতন, জাসাদের আব্দুর রহমান খান ওমর, স্বতন্ত্র প্রার্থী মোঃ তাজুল ইসলাম,শামসুল আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চর ইসলামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মোঃ দানা মিয়া ভূঁইয়া, স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা যুবলীগের সহসভাপতি  এডঃ মোঃ সানাউল্লাহ, ফেরদৌস মিয়া, প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com