স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ১০ টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে ৫ টিতে নৌকা ও ৫টিতে বিদ্রোহীরা বিজয়ী হয়েছেন।
পাহাড়পুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা
নৌকা প্রতীকের বিজয়ী চেয়ারম্যানগন।
প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ, হরষপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সারওয়ার আলম, চান্দুরা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শামীমুল হক চৌধুরী, চর ইসলামপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ দানা মিয়া ও সিঙ্গারবিল ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ মনির হোসেন।
অপরদিকে, পত্তন ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী তাজুল ইসলাম (ঘোড়া প্রতীকে), বুধন্তী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী কাজী সাইদুল ইসলাম (চশমা প্রতীকে), ইছাপুরা ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী জিয়াউল হক বকুল (আনারস প্রতীক), চম্পকনগর ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন চৌধুরী (দুইপাতা প্রতীক) ও বিষ্ণুপুর ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী জামাল উদ্দিন ভুইয়া (চশমা প্রতীকে) বিজয়ী হয়েছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply