ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মাঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকাল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অস্থায়ী কার্যালয়ে মেয়র অফিস কক্ষে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আয়োজনে স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ মাঈন উদ্দিনকে বদলীজনিত কারণে এই বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদ্দূস, প্যানেল মেয়র-১ হোসনে আরা বেগম, সংরক্ষিত কাউন্সিলর শাহানা বেগম, পৌর সচিব মোঃ সামছুদ্দিন, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, বস্তি উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান, উপ সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ইদ্রিস মিয়া, উপসহকারী প্রকৌশলী (সিভিল) সোহেল ভূইয়া, সার্ভেয়ার মাকসুদুর রহমান, বাজার পরিদর্শক হুমায়ুন কবিরসহ অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে মোঃ মাঈন উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিদায়ী বক্তব্যে মোঃ মাঈন উদ্দিন বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় কর্মক্ষেত্রে সবসময় মানুষের ভালোবাসা পেয়েছি। আমিও নিজের সাধ্যমত সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেছি। ব্রাহ্মণবাড়িয়ার মানুষর ভালোবাসার কথা আমার আজীবন মনে থাকবে। (প্রেস বিজ্ঞপ্তি)
Leave a Reply