বিজয়নগর উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর শেখের পাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মাদক বিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার রাতে শেখ নুরুল হুদা সানু মিয়ার সভাপতিত্বে ও জুয়েল ভুইয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব কাজী সাইয়্যাদুল ইসলাম (সৈয়দ কাজী)। বিশেষ অতিথি ছিলেন বিজয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জিয়াদুল হক বাবু, শেখ নাজমুল হুদা রুমন, জাতীয় পার্টির সভাপতি মোঃ নূর আহামদ, ইয়াকিন আরাফাত রানা, এডভোকেট শামসুল হুদা ঝুমন, তাজুল ইসলাম মেম্বার, হাফেজ মুন্তাহা মুন্না, সাবেক সেনা সদস্য শেখ সেলিম মিয়া, একতা ক্লাবের সভাপতি জানু মিয়া, হেলাল মিয়া, সেলিম মিয়া প্রমুখ। সভায় বক্তারা মাদক বন্ধে সাবাইকে এগিয়ে আসতে আহবান জানিয়েছেন এবং বেশী করে ছেলে মেয়েদের পড়াশোনা ও খেলাধূলা চালিয়ে যাওয়ার অনুরোধ করেছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply