মোঃ আনোয়ার সুলতান, (স্টাফ রিপোর্টার) সাভার
প্রতিপক্ষরা জাল ভোট দেয়ার প্রস্তুতি নিচ্ছে ও বহিরাগত দিয়ে কেন্দ্র দখল করার চেষ্টা করছে দাবি করে সাভারের আশুলিয়া ইউনিয়ন নির্বাচনে বিজিবি মোতায়েনের দাবি তুলেছেন ঘোড়া প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হেলাল উদ্দিন মাদবর।
রবিবার (০২ জানুয়ারী) সকাল ১১টায় আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে সংবাদমাধ্যমকে জানান তিনি।
তিনি আশুলিয়া ইউনিয়নের কয়েকটি কেন্দ্রকে ঝুকিপূর্ণ মনে করে বিজিবি মোতায়েনের দাবি করেন তিনি। এসময় প্রতিপক্ষ নৌকা প্রতীকের মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহাব উদ্দিন মাদবর এর ভাই ও কর্মীদের বিরুদ্ধে ভয়ভীতি দেখানোর অভিযোগ তুল ধরেন।
এর আগে শনিবার সাভার উপজেলা নির্বাচন অফিসসহ ইউএনও কার্যালয়, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দাখিল করেন তিনি। হেলাল উদ্দিন মাদবর বলেন, প্রতিপক্ষ শাহাব উদ্দিনের ভাই ও লোকজন এমনভাবে হুমকি ধামকি দেয় তাতে আমার লোকজন এজেন্ট হওয়ার সাহস পাচ্ছেনা। আমার কোন পোস্টার রাখতে দিচ্ছেনা। যারা পোস্টার লাগাতে যাচ্ছে তাদেরও হুমকি দিচ্ছে। আমার ভোটারদের মনে একটাই প্রশ্ন ভোট কি সুষ্ঠ হবে? আমি এক ভোট পেলেও কোন সমস্যা নাই, যদি ভোট সুষ্ঠ হয়। আমাদের একটাই দাবি ভোট সুষ্ঠ হোক।
এছাড়া নৌকা প্রার্থী শাহাব উদ্দিন মাদবর নিজের নির্বাচনী অফিস বা গাড়ি ভেঙ্গে বা পুড়িয়ে ষড়যন্ত্রমূলক মামলা সাজানোর চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন হেলাল উদ্দিন মাদবর।
উল্লেখ্য, সাভার উপজেলায় আগামী ৫ জানুয়ারি ১১ টি ইউনিয়নে ৫ম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply