সময়নিউজবিডি রিপোর্ট
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁনকে বদলি করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর ব্রাহ্মণবাড়িয়ার নয়া জেলা প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর একান্ত সচিব (উপ- সচিব) মোঃ শাহগীর আলম।
বুধবার (০৫ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ অধিশাখার উপসচিব শাহীন আরা বেগম পিএএ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে হায়াত উদ-দৌলা খাঁনকে বদলির এ আদেশ জারি করেন।
অপরদিকে বুধবার (০৫ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব কে এম আল আমিন স্বাক্ষরিত অপর এক প্রজ্ঞাপনে শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রীর একান্ত সচিব (উপ- সচিব) মোঃ শাহগীর আলমকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত করে এক আদেশ জারি করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply