ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে পৌর এলাকাধীন ৪টি প্রতিবন্ধী স্কুলের প্রায় আড়াইশ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ জানুয়ারী) জাতির পিতার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে স্থানীয় আছমাতুন্নেছা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হায়াত-উদ-দৌলা খাঁনের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ রহুল আমিন উপস্থিত ছিলেন।
প্রতিবন্ধী স্কুলসমূহের ব্যবস্থাপনা কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকারের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে মুক ও বধির নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, আছমাতুন্নেছা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা সিকদার, সনি বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা বেগম এবং দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁনের কর্মকালে সন্তোষ প্রকাশ করে তাঁর দীর্ঘায়ু এবং সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় আড়াইশত প্রতিবন্ধী শিক্ষাথর্ীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)
Leave a Reply