স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে রাশেদুল্লাহ খান নামে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছেন র্যাব।
সোমবার (১০ জানুয়ারি) রাত ৯ টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত রাশেদুল্লাহ খান আখাউড়া পৌর এলাকার দেবগ্রাম পূর্বপাড়ার মৃত হাবিব উল্লাহ খানের ছেলে।
র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আখাউড়া থানার মামলা নং-১৬ জিআর ১০৫/১৭, তারিখ ১৫/০৪/২০১৭ ইং, ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর টেবিল ৩(ক) এর আওতায় দোষী সাব্যস্থ করে ০২ (দুই) বৎসর সশ্রম কারাদন্ড এবং ১ হাজার) টাকা অর্থ দন্ড অনাদায়ে আরো এক বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন আদালত।
র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে গ্রেফতারী সাজা ওয়ারেন্ট মূলে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানায় হস্থান্তর করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply