মোঃ আনোয়ার সুলতান,স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
আশুলিয়া আইনজীবী কল্যাণ সমিতির উদ্যোগে মানবসেবার জন্য কাজ করে যাচ্ছে আশুলিয়ার আইনজীবীরা।
আশুলিয়ার বাইপাইল পলাশবাড়ী এলাকার সহকারী কমিশনার (ভূমি) আশুলিয়া রাজস্ব সার্কেল ঢাকা এর আশুলিয়া আইনজীবী কল্যাণ সমিতির উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আশুলিয়া আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি মুন্সী মোহাম্মদ জাহিদ হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কমিটির সকল আইনজীবীরা।
মুন্সী মোহাম্মদ জাহিদ হাসান বলেন, আমরা আশুলিয়া আইনজীবী কল্যাণ সমিতি নামে একটি ৫০জন সদস্য কেন্দ্রিক সমিতি করেছি, যার কাজ হবে গরীব, হতদরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের জন্য কাজ করা। এই উদ্যোগে আমরা বিভিন্ন মানবসেবা দিয়ে যাবো। রক্তদান থেকে শুরু করে অসহায় গরীব মানুষের পাশে দাঁড়ানোই হবে এই কমিটির সকল সদস্যদের মূল লক্ষ্য। এ সময় আরও উপস্থিত ছিলেন, আশুলিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম.এ গাফফার, কোষাধ্যক্ষ এ্যাডভোকেট রেজাউল ইসলামসহ সমিতির সকল সদস্যবৃন্দ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply