স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় এক পাগলা কুকুরের কামড়ে অন্তত দেড় শতাধিক লোক আহত হয়েছেন। এ ঘটনায় পুরো জেলা শহর জুড়ে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারন নাগরিকরা।
বুধবার (১২ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় পাগলা কুকুরের কামড়ের এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, বুধবার দুপুর ১ টার পর থেকে প্রায় ঘন্টাব্যাপী ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউট, নয়নপুর, পৈরতলা ও মধ্যপাড়া মহল্লার ১৬০ জন নারী পুরুষ ও শিশুকে কামড়িয়ে আহত করেন এ পাগলা কুকুরটি। এ ঘটনায় দুপুর থেকে বিকেল পর্যন্ত আহতদের মধ্যে ১০১ জন ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কুকুরের কামড়ের ভ্যাকসিন নিয়েছেন। কুকুরের কামড়ে আহতদের ভীড়ে হিমশিম খেতে হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসাকর্মীরা।
এদিকে, এ ঘটনায় পাগলা কুকুরটিকে পৌর শহরের বিক্ষুব্ধ নাগরিকরা পিটিয়ে মেরে ফেলেন। পাগলা কুকুরের এ আক্রমণের খবর ছড়িয়ে পড়লে মূহুর্তে পৌর শহরের আতঙ্কিত হয়ে পড়েন সাধারন মানুষেরা।
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডাঃ একরাম উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছুই নেই। জেলা সদর হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ কুকুরের কামড়ের প্রতিরোধক ভ্যাকসিন রয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply